কোন পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা ব্যাখ্যা কর। স্থিতিশীল পরমাণু কাকে বলে?

কোন পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা ব্যাখ্যা কর।



যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দিত্ব পূর্ণ অথবা অষ্টক পূর্ণ থাকে সেসকল পরমাণুকে স্থিতিশীল পরমাণু বলে। সকল পরমাণু স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। এক্ষেত্রে হয় সেই পরমাণুটিকে ইলেকট্রন ত্যাগ করতে হয় অথবা ইলেকট্রন গ্রহণ করতে হয়।  


Published from Blogger Prime Android App
চিত্র ফ্লোরিন 


Published from Blogger Prime Android App
চিত্র সোডিয়াম 



উপরে চিত্র দুটি খেয়াল করি। চিত্র এক এ ফ্লোরিন এবং সেটা 2 এর সোডিয়ামের চিত্র আঁকা হয়েছে। লক্ষ্য করি ফ্লোরিনে একটি ইলেকট্রন কম রয়েছে। সুতরাং পরমাণুটির স্থিতিশীল নয়। আবার সোডিয়ামে একটি ইলেকট্রন বেশি রয়েছে। সুতরাং এই পরমাণুটিও স্থিতিশীল নয়। অতএব ফ্লোরিন কে স্থিতিশীল হতে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে এবং সোডিয়ামকে স্থিতিশীল হতে একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে। অর্থাৎ সোডিয়াম যদি একটি ইলেকট্রন ফ্লোরিনকে দিয়ে দেয় তাহলে দুটি পরমাণুতেই ২টি এবং ৮টি ইলেকট্রন অবস্থান করবে। সুতরাং পরমাণু দুটি স্থিতিশীল হয়ে যাবে। এভাবেই পরমাণুতে ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে। 


Comments